Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি বিমানবন্দরের হামলা, আতঙ্কিত হাজীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৪:০০ PM

bdmorning Image Preview


ইয়েমেনের জনপ্রিয় হুথি আানসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের জিজান বিমানবন্দরের হ্যাঙ্গারে আবারো ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়।

গতকাল রাজধানী সানায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক সংবাদ সম্মেলনে জানান, ড্রোনগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। তিনি জানান, ড্রোন হামলার কারণে জিজান বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্মে ও বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়।  

এদিকে, ইয়েমেনি সেনাদের অন্য এক অভিযানে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বহু ভাড়াটে সন্ত্রাাসী হতাহত হয়েছে। ইয়েমেনের মধ্যঞ্চলীয় আল-বাইদা প্রদেশে এক সমাবেশে ইয়েমেনি সেনারা ড্রোন দিয়ে হামলা চালালে এসব ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদির যাওয়া শুরু করেছেন। আর এদের একটি বড় অংশ এই জিজান বিমানবন্দর দিয়েই হজ্জের উদ্দেশ্যে সৌদিতে প্রবেশ করছে। কিন্তু গত দু'দিনে ইয়েমেনের ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে মুসল্লিরা। 

Bootstrap Image Preview