Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের শুভ উদ্বোধন 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview


নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের শুভ উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকালে কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাছির উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে প্রভাষক কামরুজ্জামান ভূঁইয়া রফিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাদেক,বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন, নরসিংদী জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট এ এম বদরুদ্দোজা জিল্লু, বাংলাদেশ সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিঃ এম এ এন ছিদ্দিক, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফজাল হোসাইন, বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউসুফ আলী, বাংলাদেশ বিমান বাহিনীর উইন কমান্ডার রাহাত সামস, নরসিংদী জেলা রেডক্রীসেন্ট সদস্য রায়পুরা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খাঁন রাসেল,অলিপুরা ইউনিয়ন চেয়ারম্যান আলামিন ভূঁইয়া মাসুদ,চান্দেরকান্দি ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম, নিলক্ষা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, রামনগর ( মতিউরনগর) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ শাহ আলম,জমিদাতা মোঃ ছানাউল্লাহ ভূঁইয়া, অধ্যক্ষ আব্দুল লতিফ, দাতাসদস্য খন্দকার হারুনূর রশিদ,বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, আব্দুল বাছেদ,প্রভাষক খোকন মাহমুদ, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের আশেপাশে কলেজ না থাকায়, কলেজটির নির্মাণ কাজের জন্য মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান (এক লক্ষ) টাকা অনুদান প্রদান করেন, যার নামে এই কলেজটি নামকরণ করা হয় সেই হল তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তাঁর গ্রামের বাড়িতে একটি কলেজ স্থাপন করা হলে প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো জ্বলবে, এলাকার গনমানুষের দীর্ঘদিনের দাবি সেইলক্ষ্যে কলেজটি সরকারি আওতাভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

এসময় প্রধান অতিথি রাজিউদ্দিন আহমেদ রাজু তার বক্তব্যে বলেন, সরকার শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন করেছে ইতিমধ্যেই তা দৃশ্যমান। তাই আজকে কলেজটি উদ্ভোধন করতে পেরে আমি খুবই গর্বিত। এখান থেকে অনেক মেধাবী ছাত্র পড়াশুনা করে বের হবে বলে আমি আশা করি।

 

Bootstrap Image Preview