Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, মে ২০২০ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষিকা নিহত

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ০৬ জুলাই ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ০৬ জুলাই ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা বেগম (৩৮) নামের এক কলেজ শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা খাতুন পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও তালার নওয়াপাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছালে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকসহ এর চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  

 

 

 

Bootstrap Image Preview