Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে মানবপাচার সন্দেহে আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৭:৫০ PM

bdmorning Image Preview


ঝিনাইদহে মানবপাচার সন্দেহে সবুর আলী (৬৫) কে আটক করেছে পুলিশ। সে তেতুল বাড়িয়া গ্রামের মৃত. শামসুদ্দিনের ছেলে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার তেতুল বাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঝিনাইদহে সদর উপজেলার ১৯জন যুবক গত ৬ বছরে সাগর পথে নিখোঁজ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ তেতুলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মানবপাচারকারী সন্দেহে সবুর আলীকে আটক করা হয়।

তিনি আরও জানায়, আটককৃত সবুর আলী এলাকার তারিক মন্ডল, উলাফাত মন্ডলসহ অনেকের অবৈধভাবে সাগর পথে মালোয়েশিয়া পাঠিয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে ও টেলিভিশনে প্রচার হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview