Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গ্রামীন ব্যাংকের মাঠকর্মীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ৫

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview


নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় প্রকাশ্যে দিবালোকে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে জখম করে ১লক্ষ ২০হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে শহরের ইউএমসি এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, ইব্রাহিম (১৯), পিতামৃত- লাল মিয়া, শফিকুল ইসলাম ওরফে শফিক (২০), পিতা- সহিদুল মিয়া, রাজু (১৯, পিতা মৃত- আলী হোসেন, রায়হান (২১), পিতা মৃত- গিয়াস উদ্দিন, জাহিদ (২০), পিতা- বজলুর রহমান।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নাগরিয়াকান্দি মহল্লার হাসেম মোল্লার বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহত আবুল ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার ইউনুস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের জোনাল অফিসার জানান, দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন মাঠকর্মী আবুল ফজল। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো।

পথিমধ্যে এক কিশোরী ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় ওই কিশোরীকে বাঁচাতে গেলে আবারোও আবুল ফজলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করেছি। ছিনতাইকারীদের কুপে আহত ব্যাংক কর্মকর্তাকে চিকিৎসার জন্যে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলার হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী সদর থানার দায়িত্বে থাকা কর্মকর্তা সৈয়দুজ্জামানসহ এসআই মিজানুর রহমান গত ৪ জুলাই ইউএমসি এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

ঘটনায় ব্যবহৃত একটি চাপাতি ও ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫১০০টাকা উদ্ধার হয়েছে। নরসিংদী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Bootstrap Image Preview