Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, জুলাই ২০২০ | ২৮ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ০৪:৫৫ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দ-উচ্ছাসের মধ্যদিয়ে গত (৪ জুলাই) বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বর থেকে উৎসব মূখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রায় ৩ হাজার নারী ও পুরুষ জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহর প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরে স্থাপন করা হয়।

মন্দিরে আলোচনা, ধর্মীয় সংগীত পরিবেশ, গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসবটি উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ভক্তদের বর্ণিল পোশাকের অংশগ্রহণ ছিলো দৃষ্টিনন্দন।

উল্লেখ্য আগামী বুধবার (১০জুলাই) উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

 

Bootstrap Image Preview