Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রক্তস্বল্পতায় এরশাদ, জরুরী ভিত্তিতে প্রয়োজন ‘বি পজেটিভ’ রক্তের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ০৫ জুলাই ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিডনির ডায়ালাইসিস করার পর মারাত্মক রক্তস্বল্পতা দেখা দিয়েছে তার।

শুক্রবার (৫ জুলাই) ভোর ৪টায় তার ডায়ালাইসিস করা হয়েছে। তার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে 'বি পজেটিভ' রক্তের প্রয়োজন।

এ বিষয়ে এরশাদের ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আখতার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের বি পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত সিএমএইচে রক্ত দেওয়ার জন্য যোগাযোগের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ২২ জুন সকালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার হয়। পরে তার ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। দিন দিন ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসার অংশ হিসেবে শুক্রবার ভোর রাতে তার ডায়ালাইসিস করা হয়।

এছাড়াও সাবেক এই রাষ্ট্রপতির পরিবার দলের সকল নেতা-কর্মী ও দেশের সর্বস্তরের জনগণের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

Bootstrap Image Preview