Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে দুর্যোগ সহনীয় বাসগৃহ

ছাতক প্রতিনিধি
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ছাতকে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে। 

২০১৮-১৯ইং অর্থ বছরে এ প্রকল্পের আওতায় ছাতক উপজেলা ১৪ টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ঘর নির্মাণ খরচ হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫৮ হাজার টাকা। উপজেলার চরমহল্লা ইউনিয়ন ছাড়া প্রতিটি ইউনিয়নে ১টি করে এবং দোলারবাজার ইউনিয়নে ৩টি ঘর বরাদ্দ দেয়া হয়।

গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় এসব বাসগৃহ পিআইসি কমিটির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে দেয়া ১৪টি ঘরের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট জানা গেছে। গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় এসব বাসগৃহ নির্মাণ প্রকল্পের সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সচিবের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

পিআইসির মাধ্যমে এসব ঘর নির্মাণ কাজ বাস্তবায়িত হবে। প্রতিটি ঘর নির্মাণের জন্য ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগনের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি পিআইসি কমিটি গঠন করে দেয়া হয়। বুধবার এসব গৃহ নির্মাণ প্রকল্প কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা ত্রান ও পূনঃর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল হক।

এসময় পিআইও জহিরুল ইসলাম, অফিস সহকারী আসাদ আলী, দোলারবাজার পিআইসি কমিটির সভাপতি আবুল খয়ের মেম্বারসহ সংশ্লিষ্ট লোকজন কর্মকর্তার সাথে ছিলেন।

Bootstrap Image Preview