Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে সরকারি খাস জমি উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার দড়িসোম গ্রাম থেকে ১ একর ৩ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিকের নেতৃত্বে অবৈধ দখরদার উচ্ছেদ করে সরকারি এ খাস জমি উদ্ধার করেন।

জানা গেছে, শীতলক্ষ্যা নদীর কূল ঘেষে উপজেলার দড়িসোম মৌজার ১নং খতিয়ানে আরএস ৪৭ নং দাগে ১ একর ৩ শতাংশ সরকারি এ খাস জমি উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে দখল করে রেখেছিল।

মঙ্গলবার দুপুরে ইউএনও’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পরে অবৈধ দখলদারদের উচ্ছেদ তা উদ্ধার করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক জানান, তিনি কালীগঞ্জ উপজেলা যোগদান করেছেন মাত্র ৪/৫ মাস হয়। সরকারি ওই জমিটার কথা তার জানা ছিল না। কিন্তু যখনই জেনেছেন সাথে সাথে অবৈধ দখলদার উচ্ছেদ করে তা উদ্ধার করেছেন।

Bootstrap Image Preview