Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিটকয়েন মাইনিং: ইরানে জব্দ হাজারো কম্পিউটার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৬:০২ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৬:০২ PM

bdmorning Image Preview


অবৈধভাবে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের দায়ে প্রায় এক হাজার কম্পিউটার জব্দ করেছে ইরানি কর্তৃপক্ষ। বিদ্যুৎ খরচ হঠাৎ অনেক বেড়ে যাওয়ায় বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।

ইরানের ইয়াজদ অঞ্চলের পরিত্যাক্ত কারখানায় দুইটি বিটকয়েন প্রতিষ্ঠান চালানো হচ্ছিলো। একারণে চলতি মাসে দেশটির বিদ্যুৎ খরচ প্রায় সাত শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

অর্থপাচারের শঙ্কায় আগের বছর ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। কর্তৃপক্ষের দাবি, ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের কারণে দেশটির স্থানীয় পাওয়ার গ্রিড ‘অস্থিতিশীল’ হচ্ছে। এই কাজে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

উচ্চ-ক্ষমতার কম্পিউটার দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা হয়, এতে অনেক শক্তি দরকার হয়।

বিদ্যুতের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে দাম কমিয়ে রাখছে ইরান। একারণে মাইনিংয়ের কাজে দেশটিকে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞা এড়াতেও সহায়তা পাচ্ছে বাসিন্দারা।

Bootstrap Image Preview