Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলি সীমান্তে ৩০হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে দেশে নিয়ে আসার সময় ২৯ হাজার ৮শ ৫০ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে এসময় জড়িত কাউকে আটক করতে পারেনি তারা

মঙ্গলবার (২ জুলাই) সকালে সীমান্তের ঘাসুড়িয়া এলাকা থেকে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

হিলি মংলা ক্যাম্প কমান্ডার শাহাজান আলী জানান, ভারত থেকে অবৈধপথে কিছু পণ্য নিয়ে একদল চোরাকারবারী দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মংলা ক্যাম্পের বিজিবি একটি টহলদল সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় ওতপেতে থাকে।

এসময় চোরাকারবারীরা বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পলিথিন ব্যাগ থেকে ২৯ হাজার ৮শ ৫০পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার সিজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

Bootstrap Image Preview