Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যশোরে ৬৮লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১০:৩৪ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১০:৩৫ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলে অগ্রণী কুরিয়ার সার্ভিস থেকে আমদানি পণ্য পরিবহনের নাম করে ভারতীয় আমদানিযোগ্য পণ্য পাচারের সময় ৬৭ লাখ ৫৩ হাজার ৯’শ টাকা মূল্যের চোরাচালানী পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি সদস্যরা। 

রবিবার (৩০ জুন) দিবাগত রাতে চোরাচালানী পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি কর্তৃপক্ষ।

এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, ওয়ান পিস, টু পিস, চাদর, ঘাসের বীজ, ছাতা ও একটি কাভার্ড ভ্যান।

বিজিবি ব্যাটালিয়ন পরিচালক সেলিম রেজা পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বন্দর নগরী বেনাপোল থেকে ঢাকাগামী অগ্রণী কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকে বিপুল পরিমাণে আমদানি যোগ্য পণ্য পাচার হচ্ছে।

পরে বিজিবি সদস্যরা আমড়াখালী চেকপোষ্ট থেকে ট্রাকটি জব্দ করে। এ সময় তল্লাশী অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য পাওয়া যায়। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Bootstrap Image Preview