Bootstrap Image Preview
ঢাকা, ২০ রবিবার, অক্টোবার ২০১৯ | ৫ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ মুসলিম সোসাইটি অব সাউথ আফ্রিকার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশি মুসলিম প্রবাসীদের সংগঠন বাংলাদেশ মুসলিম সোসাইটি অব সাউথ আফ্রিকার উদ্যোগে জোহানসবার্গ ডি ডেউর এর আয়ানা ওয়েডিং এন্ড কনফারেন্স  ইয়েস্টেটে ৩০ জুন রবিবার  দুপুরে  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মুসলিম সোসাইটির চেয়ারম্যান মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মুফতি কামাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান  শুরু হয়। শিশুদের কুইজ প্রতিযোগিতা, বড়দের উপস্থিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও নানাবিধ দেশিয় সাংস্কৃতিক বিষয় উঠে আসে এই উৎসবে।

এদিন জোহানসবার্গ ও পার্শ্ববর্তী দূর-দূরান্তের শতশত প্রবাসী তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়।তৈরি হয় এক আবেগঘন পরিবেশে। অনুষ্ঠানটির কো-স্পন্সর ছিল এস.ডাব্লিউ.টি ট্রাভেলস।

অনুষ্ঠানে মধ্যাহ্নভোজ শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।

Bootstrap Image Preview