Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে ৫ কারণে ব্রাজিলের কাছে হেরে যাবে আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১০:০০ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাম্প্রতিক ফর্ম দেখে সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরার লোক খুব কম। যদিও আর্জেন্টাইন সমর্থকরা আবারো আশায় বুক বেঁধেছে, হয়তো এবার তারা পেয়ে যাবেন পরম আকাঙ্ক্ষিত সেই মেজর টুর্নামেন্টের শিরোপা। কিন্তু যে পাঁচটি কারণে এবারও মেসি ও তার আর্জেন্টিনা ব্রাজিলের সাথে হেরে বঞ্চিত থাকতে পারে শিরোপা জয় থেকে সেগুলো একবার দেখে নেয়া যাক :

১. অতিরিক্ত মেসি নির্ভরতা : অভিষেকের পর থেকে কখনো ফর্মহীনতায় ভোগেননি লিওনেল মেসি। যতই সময় গড়িয়েছে ততই তিনি নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। তার মতো একজন খেলোয়াড়কে দলে পাওয়া তাই যেকোনো দলের জন্যই সৌভাগ্যের। কিন্তু মেসির প্রতি অতিরিক্ত নির্ভরতা বরাবরই ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। এবারও যার ব্যক্তিক্রম নয়। আর এই অতিরিক্ত মেসি প্রীতি এবারো শিরোপা বঞ্চিত রাখতে পারে আলবিসেলেস্তেদের।

২. ছন্দহীন দল : শেষ ১০ আন্তর্জাতিক ম্যাচের ৪টিতেই হেরেছে আর্জেন্টিনা। বাকি ৬ ম্যাচের ১টিতে ড্র আর বাকি ৫ ম্যাচে জয়। আর্জেন্টিনার জয়গুলো এসেছে ইতালি, হাইতি, নাইজেরিয়া, মরোক্কো ও নিকারোগুয়ের বিপক্ষে। বিপরীতে তিন শক্ত প্রতিপক্ষ ক্রোয়োশিয়া (০-৩), ফ্রান্স (৪-৩) ও স্পেনের কাছে (৬-১) হেরেছে আর্জেন্টিনা। খালি চোখেই পরিষ্কার দেখা যাচ্ছে, সেরা ছন্দে নেই আর্জেন্টিনা ফুটবল দল।

৩. ফেবারিট না হওয়া : এবারের কোপায় অংশ নেয়া দলগুলোর মধ্যে ফিফা র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা, পুরো বিশ্বে এগারতম। বোঝাই যাচ্ছে, আর্জেন্টিনার এবারের দলটি খুব একটা শক্তিশালি নয়। অন্যদিকে ফিফা র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল। কোপায় অংশ নেয়া দলগুলোর মধ্যে যা সেরা। সেলেসাওদের দলও বেশ শক্তিশালী। যে কারণে এবারের আসরের ফেবারিট ওই কুতিনহো-আলভেজদের ব্রাজিলই, আর্জেন্টিনা না।

৪. অনভিজ্ঞতা : গত এক যুগে আর্জেন্টিনা তাদের ইতিহাসের অন্যতম সেরা দলটাকেই পেয়েছিল। যাদের বলা হচ্ছিল আর্জেন্টিনার 'সোনালি প্রজন্ম'। কিন্তু এই প্রজন্মও ব্যর্থ হয় আলবিসেলেস্তেদের শিরোপা এনে দিতে। হেরে যায় টানা তিন বড় আসরের ফাইনালে। এর মধ্যে অনেকে আবার নিয়ে ফেলেছেন অবসর। কেউ বা ফর্মহীনতায় বাদ পড়েছেন দল থেকে। এবারের কোপা আমেরিকায় তাই অনেকটা অনভিজ্ঞ দল নিয়েই এসেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি (১৩০), সার্জিও আগুয়েরো (৯০), নিকোলাস ওটামেন্ডি (৬০), ফুনেস মোরি (২৫) ও পাওলো দিবালা (২০) ছাড়া আর কারোরই নেই বিশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা।

৫. প্রত্যাশার চাপ : ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল আর্জেন্টিনা। কিন্তু শেষ ২৬ বছর ধরে আন্তর্জাতিক কোনো জিততে পারেনি দলটি। ফুটবল পাগল আর্জেন্টিনার সমর্থকদের কাছে তাই একটি শিরোপা অর্জন হয়ে উঠেছে পরম আরাধ্যের বিষয়-বস্তু। এবারের টুর্নামেন্ট শুরুর আগে দল তেমন গোছানো না থাকলেও, ইতোমধ্যেই সেমির টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তারা। যে কারণে আরও একবার দলকে ঘিরে সৃষ্টি হয়েছে প্রত্যাশা। আর এই বাড়তি প্রত্যাশাই ফের আর্জেন্টিনাকে শিরোপা বঞ্চিত রাখতে পারে।

Bootstrap Image Preview