Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুর জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৫:১৮ PM

bdmorning Image Preview


ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার নগরকান্দায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে এক মতবিনিময় সভা করেছেন। 

সোমবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাল্টিমিডিয়া হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

নগরকান্দা বাসিদের উদ্দেশ্যে নবাগত জেলা প্রশাসক বলেন, আমি আপনাদের লোক হয়ে ফরিদপুরের জনগনের সেবা করতে চাই। নগরকান্দার দক্ষিন অঞ্চলকে শিল্পনগর হিসেবে গড়ে তুলতে চাই। যাহার কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে।

এ এলাকার শিক্ষার হার বাড়াতে সব ধরনের সহযোগীতা থাকবে। প্রতিটি গ্রামকে উন্নয়নের আওতায় আনার লক্ষে এবং মাদক, বাল্য বিয়ে বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উঠান বৈঠক করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র কনিষ্ট পুত্র ও রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, অতিরিক্তি জেলা প্রশাসক মোবাশ্বের হাসান।

এসময় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, ব্যক্তিগত সহকারী-২ আজাদ হোসেন, রাজনৈতিক প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানগন, স্থানীয় গনমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও সর্বস্থরের জনগন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview