Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিআইজি মিজান ধ্বংস করেছেন পুলিশ বিভাগের ইমেজ: হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

সোমবার (১ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য গেলে আদালত এ মন্তব্য করেন।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে হাইকোর্ট বলেন, তিনি (ডিআইজি মিজান) প্রকাশ্যে ঘুষ লেনদেনের বিষয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে পুলিশ বিভাগের ইমেজ ধ্বংস করেছেন। যেটা পুলিশ বিভাগের পক্ষ থেকে কোনোভাবেই কাম্য নয়।

এ সময় আদালত তাকে তাৎক্ষণিক পুলিশের হাতে তুলে দিয়ে কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে ডিআইজি মিজানের পক্ষে আইনজীবী ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী ও আমিনুল ইসলাম।

Bootstrap Image Preview