Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৮০ জিবি দখল করবে সাইবার পাঙ্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


নতুন গেইম সাইবার পাঙ্ক ২০৭৭ গেইমারদের ডিভাইসে বেশ বড় অংশ দখল করবে। গেইমটি ইনস্টল করতে হার্ড ড্রাইভে ৮০ গিগাবাইট জায়গা খালি রাখার প্রয়োজন হবে।

গেইমটি ডেভেলপ করেছে পোল্যান্ডের কোম্পানি সিডি প্রোজেক্ট রেড। প্রতিষ্ঠানটি এর আগে কখনো এতো বড় গেইম তৈরি করেনি। তাদের তৈরি দ্য উইচার ৩ গেইমটি সাইবার পাস্কের থেকে দুই গুণ বেশি বড়।

সাইবার পাস্ক বাজারে আসবে ২০২০ সালের ১৬ এপ্রিল তার আগে হার্ড ড্রাইভ খালি করার জন্য যথেষ্ট সময় পাবেন গেইমাররা। গেইমটি এক্সবক্স ওয়ান ও প্লেস্টেশন ৪ গেইমিং কনসোলে খেলা যাবে।

সাইবার পাঙ্ক ২০৭৭ গেইমের একটি চরিত্র তৈরি করা হয়েছে হলিউড অভিনেতা কিয়ানু রিভসের আদলে। চরিত্রটির জন্য তিনি কণ্ঠও দিয়েছেন।

চলতি মাসে শেষ হওয়া ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোতে (ই৩) সাইবারপাঙ্ক ২০৭৭ এর ট্রেইলার উন্মোচনের সময় মঞ্চে এসেছিলেন কিয়ানু রিভস।

এখনই বাজারে আসছে না গেইমটি। তবে ইতোমধ্যে এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

Bootstrap Image Preview