Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হুয়াওয়ের নিষেধাজ্ঞায় অ্যাপলের বিক্রি বেড়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০৮:০০ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ০৮:০০ PM

bdmorning Image Preview


হুয়াওয়ের উপরে মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপের পর আইফোনের উৎপাদন বাড়িয়েছে অ্যাপল।

জুনে তারা ৩৯ মিলিয়ন (৩ কোটি ৯০ লাখ) ইউনিট ফোন বাজারে সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাজারে তারা ৪০ মিলিয়ন (৪ কোটি) ইউনিট সরবরাহ করেছে। বাজারে আইফোনের চাহিদা বৃদ্ধি পাওয়াতেই তারা উৎপাদন বাড়িয়েছে।

তবে অ্যাপলের এই সুসময় বেশি দিন চলবে না। কারণ কিছুদিন পরেই নতুন অপারেটিং সিস্টেম হংমেং আনতে যাচ্ছে হুয়াওয়ে। তখন অ্যান্ড্রয়েডের পাশাপাশি হংমেংয়ের সঙ্গেও লড়াই করতে হবে অ্যাপলকে। এতে করে  চীনের বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়বে তারা। কারণ অপারেটিং সিস্টেমটি সর্বপ্রথম চীনের বাজারেই ছাড়া হবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট জানিয়েছে, চীনে মাত্র ৯ শতাংশ বাজার অ্যাপলের দখলে রয়েছে। ২০১৮ সালের শেষ ভাগে তাদের দখলে ছিলো ১২ শতাংশ মার্কেট শেয়ার। একই সময়ে চীনে হুয়াওয়ের মার্কেট শেয়ার ২৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে।

হুয়াওয়ের সঙ্গে মার্কিন জায়ান্ট গুগল বাণিজ্য চুক্তি বাতিল করায় স্যামসাংও লাভবান হয়। মে মাসে হুয়াওয়ের উপরে নিষেধাজ্ঞা জারির পর পরই সিউলের শেয়ার বাজারে এক ধাক্কায় স্যামসাংয়ের শেয়ারের মূল্য ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।

গত ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার আদেশ দেন।

নিষেধাজ্ঞা জারির পর গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করে।

Bootstrap Image Preview