Bootstrap Image Preview
ঢাকা, ১৯ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০১৯ | ৪ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

স্নাতক পাস করেই ৪০ হাজার টাকা বেতনে চাকরি পাবেন শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক পাস করা শিক্ষার্থীদের ৪০ হাজার, ৩৫ হাজার ও ২৫ হাজার টাকার চাকরির অফার দিয়েছে একটি আইটি প্রতিষ্ঠান।

শনিবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই আইটি প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টারের অপারেশন ম্যানেজার আবদুল্লাহ মাসুম। তিনি বলেন, জাবি থেকে যারা সদ্য স্নাতক শেষ করেছে বা দু’এক মাসের ভেতরে শেষ হবে তারা আবেদন করতে পারবেন।

সিনিয়র বিজনেস এনালিস্ট (বেতন ৪০ হাজার), বিজনেস এনালিস্ট (৩৫ হাজার) ও জুনিয়র বিজনেস এনালিস্ট (২৫ হাজার) এই তিনটি পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেয়া হবে।

রবিবার দুপুর দুইটায় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর অডিও ভিজুয়াল প্রেসেন্টেশন, ইন হাউজ ট্রেনিং ও সিইও ভাইভার মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আর চাকরির এই আসরের সহযোগিতা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।

Bootstrap Image Preview