Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলের নির্যাতনে হাসপাতালে শতবর্ষী মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৭:৩৯ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:১৬ PM

bdmorning Image Preview


সিলেটের বিশ্বনাথে শতবর্ষী অসুস্থ মা’কে (আপ্তারুন্নেছা) মারধর করে কোমর ভেঙ্গে দিয়েছে ছেলে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের বেতসান্দি গ্রামে এই ঘটনাটি ঘটে।

আবদুল আজিজ শফিক (৬৫) নামে ওই ছেলেকে আটক করেছে পুলিশ। তিনি বেতসান্দি গ্রামের মৃত হাজী তোতা মিয়া জাহার উল্লাহর ছেলে। গুরুতর আহত শতবর্ষী মা'কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আবদুল আজিজ শফিকের ছোট ভাই আবদুল মুকিত তুরু তার মা আপ্তারুন্নেছার দেখভাল করেন। নানা কারণে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। বৃহষ্পতিবার বিকেলে তুরু বাড়ির বাইরে থাকাকালীন আবদুল আজিজ শফিক তার শতবর্ষী অসুস্থ মায়ের উপর চড়াও হন। তাকে মারধর করে চেয়ার থেকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হন আপ্তারুন্নেছা। তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় শুক্রবার রাতে আবদুল আজিজ শফিককে নিজ বাড়ি থেকে আটক করে থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ছোট ভাই আবদুল মুকিত তুরু।

থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, মায়ের উপর হাত তোলা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এর সাথে জড়িতদেরকে পুলিশ শূন্য সহনশীলতা দেখাবে। অভিযোগের প্রেক্ষিতে আমরা যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করছি।

 

Bootstrap Image Preview