Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধিঃ  
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১০:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসর্বান্ধিয়া গ্রাম থেকে দীর্ঘ ৩০ বছর ধরে পলাতক ফজলুল হক ফকির (৪৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।  

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে গোপন সূত্রে সংবাদ পেয়ে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজলুল হক ফকির (৪৫) উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরসর্বান্ধিয়া গ্রামের মৃত মুনছুর ফকিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে ফজলুল হক ফকির (৪৫) জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিবেশী চাচা রাজ্জাক ফকিরকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে আদালত তাকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর সে দেশত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায়। 

আরও জানা যায়, দীর্ঘ ৩০ বছর প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন আগে সে দেশে আসে।

 

 

Bootstrap Image Preview