Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

কালীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সহযোগীতায় সকাল থেকে দিনব্যাপী উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। প্রশিক্ষণ কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদুর রহমান মাসুদ, শর্মিলা রোজারিও, থানার ওসি মো. আবু বকর মিয়া, ইউএইচও মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ প্রমুখ।

কর্মলাশায় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, চিকিৎসক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবি, এনজিও প্রতিনিধিসহ প্রায় শতাধীক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

Bootstrap Image Preview