Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারালো পাকিস্তান 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ১২:৪১ AM
আপডেট: ২৭ জুন ২০১৯, ১২:৪১ AM

bdmorning Image Preview


বার্মিংহামের এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি ছিলো অনেকটা বাঁচা-মরার লড়াই। কারণ হারলেই শঙ্কায় পড়ে যাবে তাদের সেমিফাইনালের টিকিট। অন্যদিকে এ ম্যাচে জিতলেই অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছে যেত কিউইরা। কিন্তু কিউইদের সেই আশা পূরণ হতে দিলো না সরফরাজরা। 

প্রথমে ব্যাটিং করে নির্ধারত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান করে নিউজিল্যান্ড। 

২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি পাকিস্তানের। দুই ওপেনার ইমাম উল হক (১৯) ও ফাখর জামান (৯) সাজঘরে ফিরে যান দলীয় ৪৪ রানের মাথায়ই। তবে তৃতীয় উইকেটে প্রাথমিক প্রতিরোধ গড়েন বাবর আজম ও মোহাম্মদ হাফিজ।

দুজন মিলে যোগ করেন ৬৬ রান। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ভাঙেন এ জুটি। দলীয় ১১০ রানের মাথায় ব্যক্তিগত ৩২ রানের মাথায় সাজঘরে ফেরেন হাফিজ।এরপর বাবর আজম ও হারিস সোহেলের ব্যাটে ভর করে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা। 


 

Bootstrap Image Preview