Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেল লাইনের স্লিপারের নাট সুতা দিয়ে বাধা, ভিডিও ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ১০:৩০ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ১০:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সম্প্রতি কুলাউড়ার বরমচালের রের দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইশতাধিক। তবুও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের।

আজ বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্লিপারের নাট বেধে রাখা হয়েছে সুতা দিয়ে। সাংবাদিকদের পেয়েই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় কয়েকজন।

সাংবাদিকদের নিয়ে স্টেশন এলাকায় ট্রেন লাইনে সংযোগস্থল দেখান। দুটি রেলের সংযোগস্থলে স্লিপারের সঙ্গে ৮টি ক্লিপ থাকার কথা থাকলেও কোথাও একটি আবার কোনো কোনো সংযোগস্থলে ক্লিপ নেই। তাছাড়া রেলের সঙ্গে স্লিপারের ক্লিপ নেই। রেলের স্লিপারের মধ্যে পাথর নেই।

এদিকে সুতা দিয়ে বাধার এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।

স্থানীয়রা জানান, স্টেশনে ৩টি লাইন রয়েছে। ৩ নম্বর লাইনটি বন্ধ। দুর্ঘটনার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ১ নম্বর লাইন। শুধুমাত্র ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে। এমতাবস্থায় বরমচাল স্টেশনে কোনো ট্রেন ক্রসিং করা মোটেও সম্ভব নয়। ফলে এই ট্রেনলাইনে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

Bootstrap Image Preview