Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাকে বাঁচাতে গিয়ে ভর্তি হতে না পারা তূর্যকে এখনও আশ্বাস দেয়নি চবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৭:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দীর্ঘ চার মাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে ও অনশন করেও এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি মাকে বাঁচাতে গিয়ে ভর্তি হতে না পারা প্রমিত রাউত তূর্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবকিছু বিবেচনা করে তাকে ভর্তির সুযোগ দেবে এমন আশা নিয়েই এখনো অপেক্ষায় আছেন তিনি।

বুধবার (২৬ জুন) সকালে এমনটাই জানিয়েছেন তূর্য।

এ সময় তিনি বলেন, ভর্তি হবার আশায় এতদিন পরিসংখ্যান বিভাগে ক্লাসও করেছি। তবে এখন আমার চবির শিক্ষার্থী হবার স্বপ্ন ভঙ্গের পথে। গতকালের অনশনের পরেও ভর্তির বিষয়ে কোনো আশ্বাস পাইনি। তবে আমি আশাবাদী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার বিষয়টি বিবেচনা করবেন।

এছাড়াও তিনি আরো বলেন, বৃহস্পতিবার (২৭ জুন) পরিসংখ্যান বিভাগের সহপাঠীরা তাকে ভর্তির সুযোগ দিতে মানববন্ধনের আয়োজন করবেন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে তূর্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাষ্কর্যের সামনে বৃষ্টির মধ্যে অবস্থান নিয়ে অনশন করেন। এ সময় ‘মা গর্ভে ধারণ করেছে, সে মাকে বাঁচাতে গিয়ে আজ আমার ছাত্রত্ব হুমকির মুখে, এই হয়রানির বিচার চাই’, ‘আমার এবং আমার পরিবারের স্বপ্ন আজ প্রশাসনের হাতে জিম্মি’, ‘আজ আমার ছাত্র ভাই-বোনেরা কোথায়? ছাত্র সমাজকে পাশে চাই।’ স্লোগান সংবলিত হাতে লেখা পোস্টার প্রদর্শন করেন তূর্য। পরে দুপুরের দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান।

প্রসঙ্গত, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মেধা তালিকায় স্থান পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ভর্তির জন্য মনোনীত হয়েছিলেন ময়মনসিংহের প্রমিত রাউত তূর্য। লালিত স্বপ্ন পূরণে নির্ধারিত সময়ে ডিন ও বিভাগের ফিও জমা দিয়েছিলেন তিনি। বাকি ছিল কেবল ভর্তি ফির টাকা জমা দেয়া। এজন্যও তিনি ভর্তি ফি জমা দেয়ার শেষ দিন ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু সেদিন বিভাগ থেকে ব্যাংকে কাগজ আসতে দেরি হচ্ছিল। এ সময় হঠাৎ মায়ের ব্রেন টিউমার ধরা পড়ার খবর পেয়ে বাড়ির পথ ধরেন তূর্য। পরবর্তীতে ১০ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ফিরে ডিন অফিসে যোগাযোগ করলে তাকে ভর্তি করাতে অস্বীকৃতি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ চার মাস কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও ভর্তি হতে না পেরে তূর্যের চবিতে ভর্তির স্বপ্ন আজ হুমকির মুখে।

অপরদিকে এ বিষয়ে জানতে চবির উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান।

Bootstrap Image Preview