Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ মাইক্রোবাসে বিস্ফোরণ, একই পরিবারের ১৬ জন দগ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৭:১৩ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৭:১৩ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ১৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডাকবাংলো মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. রুবেল, মো. মামুন, আলম, ইদ্রিস, সাইদুর, বেলাল, সোহাগ, হেলাল, আরিফ, জহির, তৌহিদুল ইসলাম, আবুল কালাম, শিশু আরিফ হোসেন, দেলোয়ার হোসেন, মো. সাদেক ও জাহাঙ্গীর আলম।

আহত বেশ কয়েকজন জানায়, চট্টগ্রাম বিমানবন্দরে পরিবারের সদস্য আখতার হোসেনকে সৌদি আরবগামী বিমানে তুলে দিয়ে একই মাইক্রোবাসে সাতকানিয়ার বাড়িতে ফিরছিলেন পরিবারের সবাই। পটিয়ার একটি গ্যাস পাম্প থেকে গ্যাস নেয় মাইক্রোবাসটি। গ্যাস নিয়ে পুনরায় চলা শুরু করার পর পটিয়ার ডাক বাংলো মোড় এলাকায় আসলে বিকট শব্দে মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়।

ঘটনার তথ্য নিশ্চিত করেছেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। দগ্ধদের ১৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দগ্ধ অবস্থায় ১৬ যাত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দগ্ধদের মধ্যে এক শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর বলেন, দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতদের কয়েকজনের শরীরের ২৫ শতাংশের বেশি পুড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Bootstrap Image Preview