Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৮:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)  শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের  শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং নিজ ইনস্টিটিউটের পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেন, আমি আমার বিভাগের শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর দ্বারা বিভিন্নভাবে যৌন হয়রানী ও মানসিকভাবে উত্যক্তের শিকার হই। যার কারণে আমি মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি পড়াশুনা এবং অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না, মেন্টাল ট্রমায় ভুগছি।

এছাড়াও অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেন, আমাকে কারণে অকারণে তার অফিসে ডেকে বসিয়ে রাখেন। ফ্রি মাইন্ডের কথা বলে নানা রকম ইঙ্গিতপূর্ণ ও অশালীন কথাবার্তা বলেন। অন্য নারী শিক্ষকদের ব্যক্তিগত বিষয় নিয়ে অশালীন মন্তব্য করেন। এছাড়াও শিক্ষক হওয়ার ক্ষমতা দেখাতেন। তিনি আমাকে প্রায়ই রাত ১১টার পর ফোন করে কথা বলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী বলেন, আমি মানসিকভাবে সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে অভিযোগ করেছি। আমি চাইনা ওই শিক্ষক আমার মতো আর কারো সঙ্গে এমন করুক।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবুল হাসান চৌধুরী বলেন, অভিযোগপত্র পেয়েছি। ইনস্টিটিউট আমরা জরুরি মিটিং ডেকেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, অভিযোগের বিষয়ে আমি জানি না। এখনো অভিযোগপত্র হাতে পাইনি।

Bootstrap Image Preview