Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ রাণীশংকৈলবাসী

রাণীশংকৈল প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৯:১৮ PM

bdmorning Image Preview
প্রতীকী


দিনে যেমন তেমন রাতে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মানুষ। মাত্রাতিরিক্ত লোডশেডিং-এর কারণে বাধ্য হয়ে অনেক অফিস-আদালত তাদের কার্যক্রম পরিচালনা করছেন জেনারেটর দিয়ে। কিন্তু দিন শেষে রাতে সেই মানুষটি যখন গরম থেকে একটু স্বস্তি পেতে বাসায় ফ্যানটা ছেড়ে দিয়ে বিশ্রাম নিবে ঠিক তখনি থাকে না বিদ্যুৎ। বিদ্যুৎ তার ইচ্ছেমত যায় আবার ইচ্ছেমত আসে। এতে জনমানুষের নাভিশ্বাস উঠে গেছে।

গতকাল সোমবার (২৪ জুন) পৌরশহরে সন্ধ্যা থেকেই বিদ্যুতের ভেলকিবাজি নজরদাড়িতে রাখা হয়। দেখা যায়, সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়ে কিছু সময় পর আবার আসে। এরপর কিছু সময় থেকে আবার চলে যায়। এভাবে প্রায় রাত ১০টা পর্যন্ত অন্তত ৮বার বিদ্যুৎ যাওয়া আসার মাঝে থাকে।

পৌর শহর শিবদিঘীর বাসিন্দা বাপ্পি বলেন, যেভাবে বিদ্যুৎ যায় আসে মনে হয় আমাদের সাথে চোর পুলিশ খেলা হচ্ছে। একইভাবে উপজেলার ধর্মগড় এলাকার বাসিন্দা দেলোয়ার বলেন, ভাই আমার মনে হয় গরমের সময় বিদ্যুতের চেয়ে হাতপাখাই এখন বেশি প্রয়োজন হয়ে পড়েছে মানুষের। পাশাপাশি হারিকেনেরও। এই রকম অভিযোগ উপজেলাজুড়ে।

এদিকে যারা ভাড়া থাকেন তাদের অভিযোগ, যারা আমরা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকি তারা প্রায় সকলেই রাইস কুকারে রান্না-বান্না করি। কিন্তু বিদ্যুৎ ঠিক সে সময় চলে যায়। যেমন আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচ টায় বিদ্যুৎ চলে যায়। ঐ সময় আমাদের রান্না করে বাচ্চাদের স্কুলের জন্য রেডি হতে হয়। অথচ বিদ্যুতের জন্য প্রথম কাজেই ব্যাঘাত ঘটে। এছাড়াও ফ্রিজে রাখা তড়িতরকারি, মাছ, মাংস পর্যন্ত গন্ধ হয়ে যাচ্ছে।

অফিস আদালতেও কর্মকর্তা-কর্মচারীরা কাজকর্ম করতে হিমশিম খাচ্ছে। গরমের কারণে জামা-কাপড় পড়ে অফিস কক্ষে বিদ্যুৎবিহীন বসে থাকা দুষ্কর বলে মন্তব্য তাদের। এমন অবস্থা চলতে থাকলে যে কোন মহুর্তে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে ধারণা পাওয়া যায় স্থানীয়দের সাথে কথা বলে।

আর এ বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার উপজেলা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী ম্যানেজারের মুঠোফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে সহকারী প্রকৌশলী আব্দুর রহিম মুঠোফোনের কল রিসিভ করেননি।

Bootstrap Image Preview