Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

প্যাকেট খুলতেই সাংবাদিকের হাতে বিস্ফোরিত হলো শাওমির নতুন ফোন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৬:২৬ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলাদেশে পুনরায় শাওমি ব্র্যান্ডের হ্যান্ডসেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবারে দৈনিক মানকণ্ঠে কর্মরত সাংবাদিক জাহাঙ্গীর কিরণ এমন ভয়াবহ ঘটনার শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) জাহাঙ্গীর কিরণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডি থেকে এমন অভিযোগ করে বিস্ফোরিত হ্যান্ডসেটটির ছবি প্রকাশ করেন। তার অভিযোগকৃত হ্যান্ডসেটটি শাওম ব্র্যান্ডের রেডমি গো মডেলের ১ জিবি র‍্যাম এবং ১৬ জিবি রমের ফোনটির দাম রাখা হয় প্রায় সাড়ে সাত হাজার টাকা।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, গতকাল রাতে বসুন্ধরা মার্কেট থেকে শাওমির ‘রেডমি গো’ মডেলের একটা স্মার্ট ফোন কিনে আনলাম। সকালে সিম সেট করার জন্য মোবাইল খুলতেই হাতের মধ্যে ব্লাস্ট হয়ে গেল। আগুন আর ধোঁয়ায় মুহুর্তেই অন্ধকার হয়ে গেল পুরো ঘর। হাতে সামান্য একটু লাগলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করেছেন।

এছাড়াও জাহাঙ্গীর কিরণ ইতোমধ্যেই শাওমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন জানিয়ে আরও বলেন, তারা (শাওমি) আমাকে বিস্ফোরিত হ্যান্ডসেট নিয়ে নতুন হ্যান্ডসেট দেওয়ার প্রস্তাব করেছে। কিন্তু আমি রাজি হইনি। আমি শাওমি-ই আর ব্যবহার করবো না। এই মুহূর্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে ভাবছি।

শাওমির হ্যান্ডসেট বিস্ফোরণ এটাই প্রথম নয়। এর আগেও শাওমি ব্র্যান্ডের হ্যান্ডসেট এ বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

Bootstrap Image Preview