Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে বৃষ্টি হবে বুধবার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


তীব্র গরমের মধ্যেই হঠাৎ সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের তীব্রতা বইছে আজও। আগামীকাল (বুধবার) থেকে মোটামুটি শুরু হতে পারে বৃষ্টি।

সর্বশেষ আষাঢ়ের সপ্তম দিনে গত শুক্রবার দেশের অধিকাংশ স্থানেই কমবেশি বৃষ্টি হয়। তখন আবহাওয়া অধিদপ্তর বলেছিল, থেমে থেমে কয়েক দিন বৃষ্টি চলবে। অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। কিন্তু সেই পূর্বাভাস ফলেনি। গত তিন দিন দেখা নেই বৃষ্টির। তাপমাত্রা বেড়েছে অনেক।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে না। বুধবারের দিকে দেশের মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি শুরু হতে পারে। তখন তাপমাত্রাও কমতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় সম্ভাবনা রয়েছে বৃষ্টিরও।

Bootstrap Image Preview