Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ খেলবেন তো ?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ০৫:১৬ PM

bdmorning Image Preview


গতকাল আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় পায়ের কাফে টান পড়ে টাইগার  দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের। 

ব্যাটিং শেষে অবস্থা খারাপ হওয়ায় পরে ফিল্ডিংয়ের সময় আর মাঠে নামতে পারেননি মাহমুদউল্লাহ।

এরপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছিলেন, 'ম্যাচ চলাকালীনই মাহমুদউল্লাহ রিয়াদের কাফ মাসলে স্ক্যান করানো হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। সেটা পেলে ফিজিও আমাদের জানাবেন, আমরা আপনাদের জানিয়ে দেব।'

সেই রিপোর্ট পেয়ে অবশেষে মাহমুদউল্লাহর অবস্থা জানালেন ফিজিও থিহান চন্দ্রমোহন। তিনি বলেন, 'মাহমুদউল্লাহর লো গ্রেড কাফ ইনজুরি। আমরা আগামী কয়েকদিন তার অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর বোঝা যাবে বিশ্বকাপে তিনি আগামী ম্যাচটা খেলতে পারবেন কি না।'

Bootstrap Image Preview