Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বৃহস্পতিবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা বিএনপি’র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ১২:০৮ PM
আপডেট: ২৫ জুন ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঈদুল আজহার আগে আগামী জুলাই মাসে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে আন্দোলনের এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

বৈঠকে বিএনপিসহ জোটের প্রায় সব শরীক যোগ দিলেও জামায়াতে ইসলামীর কেউ উপস্থিত ছিলেন না। বৈঠকে বাজেটের নেতিবাচক দিক নিয়ে আলোচনা করেন নেতারা। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত ৯টার দিকে। ঢাকা ও ঢাকার বাইরে জেলা ও মহানগর পর্যায়ে কর্মসূচি দেয়ার পরিকল্পনা করেছে জোটটি।

প্রসঙ্গত, আগস্ট ১২ তারিখে দেশে ঈদুল আজহা পালিত হবে।

Bootstrap Image Preview