Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শাহবাজপুর সেতু খুলে দেওয়া হয়েছে, যান চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে।

সোমবার (২৪ জুন) সকালে সেতুটি খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শামী আল মামুন।

জানা গেছে, সেতুর দুই পাশে আটকে থাকা ট্রাকগুলো সকাল থেকে চলাচল শুরু করেছে।

নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন গণমাধ্যমকে আরো জানান, শাহবাজপুর সেতুতে নতুন বেইলি সেতু স্থাপনের কাজ শেষ হওয়ায় সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সকাল ৮টা থেকে পুরোদমে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর আগে গত ১৮ জুন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদীর ওপর সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কায় সেতুটি দিয়ে ভারী ও মাঝারি যানবাহন চলাচল বন্ধের নির্দেশনা দেয় সওজ বিভাগ।

Bootstrap Image Preview