Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শুধু আলিম দারের চোখেই লিটন আউট 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০৫:২২ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০৫:২২ PM

bdmorning Image Preview


লিটনের ক্যাচ আউট নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো গরম হয়ে গিয়েছে। 'গোটা বিশ্ব দেখল এটা ড্রপ ক্যাচ অথচ থার্ড আম্পায়ার আলিম দার দেখলেন এটা আউট' সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সাথে উঠে আসছে এমন বক্তব্য। 

এমন আউট এই প্রথমবার নয়, এর আগেও বাংলাদেশের বিপক্ষে দিয়েছেন এই পাক আম্পায়ার । আউট নিয়ে রীতিমত চারিদিকে হৈ চৈ পড়ে গিয়েছে।

খেলায় তখন ৪ ওভার ২ বল ব্যাক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করতে ধরেছিলেন তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ বাফগানিস্তানের ফিল্ডার হাশমোতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতরে দিয়ে ঘাস স্পর্শ করে। 

মাঠের আম্পায়ারদ্বয় যখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না তখনই তারা থার্ড আম্পায়ারের দ্বারস্থ হলেন। থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলিম দার। আলিম দার লিটন দাস আউট ঘোষণা করতে সময় নিলেন না। ঘোষোণা করলেন সেটা ক্যাচ আর লিটন আউট। 

Bootstrap Image Preview