Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে অটিজম বিষয়ে দিনব্যাপী ওয়ার্কশপ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ১২:৫৩ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ১২:৫৩ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ জুন) সকাল ১০টায় ন্যাশনাল এ্যাকাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের উদ্বোধণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপা।

অটিজম বিষয়ে প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়েরের সঞ্চালনায় সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন, বোয়ালমারী সরকারী কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ আব্দুল কাইয়ুম ও সরকারী রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ মহিবুল্লাহ।

এসময় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

ওয়ার্কশপে অটিজম শিশুদের চিহ্নিত করা, এদের অবহেলা না করে স্বাভাবিক ব্যবহারের মধ্যেদিয়ে লুকিয়ে থাকা প্রতিভা বের করে কাজে লাগানো। বিভিন্ন স্তরে বিশেষ সুবিধা থেকে বঞ্চিত শিশুদের অধিকার আদায়ে সহযোগিতা করার পরামর্শসহ সমাজে অটিজম বিষয়ে কুপ্রথা বিলুপ্ত করে তাদের স্বাভাবিক জীবন-যাপনে সুযোগ সৃষ্টির লক্ষে বিষদ আলোচনা করা হয়।
 

Bootstrap Image Preview