Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারাদেশের সাথে সিলেটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


সারাদেশের সাথে সিলেটের রেলপথ ও সড়কপথ বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে পুরো সিলেট বিভাগ। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় সিলেট রুটে কোন ট্রেন চলাচল করেনি। তবে সকাল ১০টার দিকে রেল সচিব ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে জানিয়েছেন বিকাল ৫টার মধ্যে পুনরায় সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এর আগে গত ১৮ জুন ঢাকা-সিলেট মহাসড়কের সাবাজপুর তিতাস নদীর উপর ব্রীজ ভেঙে সিলেটের সাথে মহাসড়কের যোগাযোগ আজও বিচ্ছিন্ন রয়েছে। এঘটনায় সড়কপথের যাত্রীরা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য ট্রেনই ভ্রমণ করেছেন। রবিবার রাত থেকে রেল ও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হবিগঞ্জ বাস টার্মিনাল, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। স্টেশন মাষ্টার রুমে গিয়ে যাত্রীরা বারবার জানতে চাচ্ছেন কখন আসবে ট্রেন। টিকিট কাউন্টারেও ভিড় করছেন টিকিটের জন্য।

রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন ঢাকা থেকে ট্রেনে করে কুলাউড়া জংশনে পৌছান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের জানান- রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন- কুলাউড়া থেকে সব ট্রেন আসা-যাওয়া করবে। রেলপথ ঠিক হলেই সিলেট থেকে আগের মতই ট্রেন চলাচল করবে।

শায়েস্তাগঞ্জ স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান- দুর্ঘটনায় কবলিত আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটিতে অক্ষত ৬টি বগি নিয়ে রাত ৩টা ২০ মিনিটে কুলাউড়া স্টেশন থেকে যাত্রী নিয়ে ৫ টা ২৩ মিনিটে শায়েস্তাগঞ্জ স্টেশন ছেড়ে যায়।

তিনি জানান- এখন পর্যন্ত ঢাকাগামী জয়েন্তিকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এবং যেসকল ট্রেন ঢাকা, চট্টগ্রাম থেকে সিলেটগামী সেসব ট্রেন কুলাউড়া পর্যন্ত চলাচল করবে। তবে ট্রেনের সময়সূচি বিলম্ব হবে।

Bootstrap Image Preview