Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাহি এবার প্রতিবাদী নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। লাস্যময়ী এই নায়িকার ঢাকাই সিনেমায় আগমন ঘটে ২০১২ সালে ‘ভালবাসার রঙ’ সিনেমার মাধ্যমে। অভিষেকের পর থেকেই একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে চলেছেন এই নায়িকা।

বাংলা সিনেমার জনপ্রিয় এই নায়িকা এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘অবতার’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে মাহিকে দেখা যাবে একজন প্রতিবাদী নারীর চরিত্রে। আগামী মাসের ১৯ তারিখ সিনামাটির মুক্তির কথা রয়েছে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন এ ছবির প্রচারণায়।

মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ‘অবতার’ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নবাগত জে এইচ রুশোকে। এদিকে অনেক দিন পর জনপ্রিয় ঢালিউড অভিনেতা আমিন খানকে এই সিনেমার মধ্য দিয়ে দর্শকরা দেখতে পাবেন রুপালী পর্দায়। এই সিনেমায় মাহির বড় ভাইয়ের চরিত্রে দেখা যাবে তাকে।

সিনেমাটির কাহিনী সম্পর্কে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘মানব সভ্যতার শুরু থেকে ভালো আর মন্দের ভারসাম্য দোদুল্যমান। আজ আমাদের সভ্যতা ভারসাম্যহীন, অসুস্থ, জীর্ণ। অশুভ শক্তির কালো ছায়ায় বিকলাঙ্গ। এখানে শিশুর খাদ্যে বিষ, স্কুলের বাচ্চারা মাদকাসক্ত, ছোট শিশু ধর্ষিত।

মানবতা রক্ষায় কোথাও কোনো দেবতার আগমনী বার্তা নেই। তবুও সভ্যতার দায় মেটাতে কাউকে না কাউকে প্রতিবাদের চিৎকার দিতেই হয়, হাতে নিতে হয় মুক্তির ঝাণ্ডা, হতে হয় অবতার। এই অবতারদের গল্প নিয়ে এগিয়ে গেছে ছবিটির কাহিনী।’

‘অবতার’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সাগা এন্টারটেইনমেন্ট নিবেদিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রতসহ অনেকে। সিনেমাটিতে মোট ৫টি গান রয়েছে। এই গানগুলতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, এসআই টুটুল, কিশোর ও পুলক।

প্রসঙ্গত, ‘গেল মার্চ মাসে সেন্সর বোর্ড আনকাট ছাড়পত্র দেয় সিনেমাটিকে।’

Bootstrap Image Preview