Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৫:৩১ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৫:৩১ PM

bdmorning Image Preview


শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার (২৩ জুন) সকাল শোয়া ১১টায় পালং বাজারস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর ১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপুর সার্বিক তত্ত্বাবধায়নে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল ১০টায় এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রায় দলীয় স্লোগান এবং ব্যান্ড পার্টির সুমধুর বাজনায় শরীয়তপুর শহর মুখরিত হয়ে উঠে।

পরে সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং শরীয়তপুর সদর পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর ১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে জননেতা ইকবাল হোসেন অপু বলেন, আমি আগামীতে সংসদ সদস্য থাকি বা না থাকি আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই। এখানে আসার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আজ প্রমান করেছে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ, শরীয়তপুরের মাটি নৌকার ঘাটি। আজ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আয়োজন তারা করেছে তাতে মানুষের ঢল নেমেছে। শরীয়তপুরের মানুষ আওয়ামীলীগ ছাড়া কিছু বুঝে না।

এ সময় অন্যান্যদের মধ্যে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল রব মুন্সি, সহ-সভাপতি গিয়াস উদ্দিন পাহাড়, সাবেক পৌরসভার চেয়ারম্যান নূর মোহাম্মদ কোতোয়াল, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম ইসমাইল হক, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জজ কোর্টের জিপি এ্যাডভোকে. আলমগীর মুন্সি, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল হক কবিরাজ, জেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক তালুকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক বেপারী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন খান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, সোহেল খন্দকার, পৌরসভা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, রাকিব বেপারী, জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী, সাধারণ সম্পাদক হৃদয় মাদবর, শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী, সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার, সদর পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক রাকিবসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview