Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যাত্রাবাড়ীতে বাসার জানালা দিয়ে এলোপাতাড়ি গুলি, শিশুসহ আহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৯:৪৩ AM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৯:৪৩ AM

bdmorning Image Preview


রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসার জানালা দিয়ে এলোপাতাড়িভাবে শটগানের গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে শনিরআখড়ার গোবিন্দপুর নুর মসজিদ রোডের একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় এ গুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহিদুল ইসলাম এনায়েত (৩০) ও তার ছোট ভাই হাফিজুল ইসলাম (২৪)। এ ছাড়া আহত হয়েছেন জাহিদুলের স্ত্রী সাথী (২৪), তাদের মেয়ে আবিদা (৬) ও ভাতিজা জুনায়েদ (৪)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাফিজুলের ভাই আবদুল্লাহ বলেন, সবাই রাতের খাবার খেতে বসেছিলাম। এ সময় হঠাৎ জানালা দিয়ে কে বা কারা এলোপাতাড়িভাবে শটগান থেকে গুলি করে পালিয়ে যান।

তবে কে বা কারা গুলি করেছে তা জানাতে পারেননি তিনি।

আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার মুখ-কপালে ছোররা গুলির দাগ রয়েছে বলে ঢামেক সূত্র জানায়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় গুলির ঘটনার খবর পেয়েছি। এতে বাসার ভেতরে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত।

Bootstrap Image Preview