Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরান ইস্যুতে জাতিসংঘে রুদ্ধ-দ্বার বৈঠকের অনুরোধ যুক্তরাষ্ট্রের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০৩:৩৭ PM
আপডেট: ২২ জুন ২০১৯, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


জাতিসংঘের কাছে ইরান ইস্যুতে রুদ্ধ-দ্বার বৈঠকের অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, সম্প্রতি ওমান উপকূলে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা যে ইরানই করেছিল- সেই অকাট্য প্রমান উপস্থাপনের জন্যই ওই জরুরি বৈঠকের অনুরোধ করা হয়েছে। খবর আনাদোলুর।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আগামী সোমবার ওই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান গেছে।

ইরান গত সোমবার একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করে। এর জবাবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন।

কিন্তু ওই নির্দেশের পরপরই তা প্রত্যাহার করা হয়। ট্রাম্প বলেন, ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ নিতেই ওই হামলার আদেশ দেয়া হয়েছিল।

ট্রাম বলেন, নির্দেশ দেয়ার পর আমি জেনারেলকে বলেছি- যে তিনটি স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছি তাতে কতোজন মারা যেতে পারে?

উত্তরে সেনা কর্মকর্তা বলেছিলেন, কমপক্ষে দেড়শ' জনের মৃত্যু হতে পারে। এ কথা শুনে হামলার ঠিক আগমুহুর্তে তা বন্ধের নির্দেশ দিয়েছি।

Bootstrap Image Preview