Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় দেড় কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৮:১৫ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৮:১৫ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক কেজি ২২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের চারটি স্বর্ণের শিকলসহ দুই পাচারকারীকে আটক করেছে। 

বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০ টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার দড়িকর গ্রামের নুরুল হকের ছেলে সৈয়দ রুমান (৩০) ও মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজী শরাফত শরীফের ছেলে মেসরিন (৪২)।

এই বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক ইমাম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে সকাল থেকে দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টে অভিযান চালিয়ে ভারত গমনকারী পাসপোর্টধারি দুই পাচারকারীকে আটক করে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১০৫ ভরি ওজনের চারটি স্বর্ণের শিকল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪৬ লাখ ২০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ণের শিকল চারটি চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

 

Bootstrap Image Preview