Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বৃহস্পতিবার, জুন ২০২০ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

ওমানের রাষ্ট্রদূতের সাথে পলাশ চৌধুরী গ্রুপের চেয়ারম্যানের বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৩:০৪ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


ওমানের রাষ্ট্রদূত ত্যাইয়েব সেলিম আবদুল্লাহ আল আলাই-র সাথে পলাশ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচাললক জায়েদুল করিম চৌধুরীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাষ্ট্রদূতের আমন্ত্রণে বাংলাদেশ ওমান রাষ্ট্রদূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় পলাশ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচাললক জায়েদুল করিম চৌধুরীর কন্য ইফরানা বিনতে চৌধুরী ও কোম্পানির বিশেষ সেক্রেটারি ও এপয়েন্টেড পরিচারক রাজিতা সাবা তিশু উপস্থিত ছিলেন।

বৈঠকে পলাশ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচাললক জায়েদুল করিম চৌধুরীর সাথে রাষ্ট্রদূত ত্যাইয়েব সেলিম আবদুল্লাহ আল আলাই-র দু’দেশের ব্যবসায়িক বিষয নিয়ে আলোচনা হয়।

Bootstrap Image Preview