Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, নভেম্বার ২০১৯ | ৬ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

পশু-পাখি যদি বিএনপির মিথ্যাচারের ভাষা বুঝত, তারাও হাসতো: তথ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৬:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিএনপির মিথ্যাচারের ভাষা যদি পশু-পাখিও বুঝতো, তাহলে আমার মনে হয় তারাও হাসতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতির পিতার স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি দলটাই তো আগাগোড়া অবৈধ, কারণ ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে জিয়াউর রহমান যে কর্মকাণ্ড করেছেন সেগুলোর সবই তো অবৈধ।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে শপথ নিয়েছে। তারপর সংসদে দাঁড়িয়ে তাদের একজন সংরক্ষিত নারী এমপি (রুমিন ফারহানা) সেই সংসদকেই অবৈধ বলছে। এর মধ্য দিয়ে তারা যে নিজেরাই অবৈধ সেটাই সংসদে দাঁড়িয়ে ঘোষণা করছে।

তিনি বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল। সেই অবৈধ দল হয়েও সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলছে তারা। এটা ইতিহাস বিকৃতি। বিকৃত ইতিহাস বেশিদিন টিকবে না। বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। সুতরাং ইতিহাস বিকৃত করে আর কোনও কাজ হ‌বে না।

Bootstrap Image Preview