Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে বৈদেশিক কর্মসংস্থানের সচেতনতা শীর্ষক সেমিনার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৩:৫৩ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সন্মান দুটোই পাই’ এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে দিনব্যাপী বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব সরোয়ার আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইশরাত ফারজানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান হক, কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের পিন্সিপাল প্রকৌশলী দেলোয়ার হোসেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন।

সেমিনারে সরকারী কর্মকতা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview