Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৩:০৯ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোলের বিভিন্ন ক্লিনিকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করায় চারজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৯ জুন) দিবাগত রাতে বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- জীবননগরের আশতালাপাড়া গ্রামের সৌরভ হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল (২৯), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (২০), তারানিবাশ পশ্চিম পাড়া এলাকার করিমের ছেলে আলামিন বিশ্বাস (২৬) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শীতল হোসেন (২০)। তারা নিজেদের পল্লী টিভি নামে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক বলে দাবি করেছেন।

বেনাপোলের রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম জানায়, পল্লী টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে ওই চার যুবক ক্লিনিকে এসে সাংবাদিক পরিচয় দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।

এই বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও চাঁদাবাজির কিছু টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview