Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বামীর জেদের কারণে স্ত্রীর আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০৭:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


নীলফামারী জেলার ডোমার উপজেলায় স্বামীর জেদের কারণে অভিমান করে পিংকি আক্তার (১৮) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৮জুন) দুপুরে স্বামীর বাড়ির শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটটিতে লেখা ছিল “তোমার জেদ নিয়ে তুমি থাকো, আমি চলে গেলাম”। যা থেকে ধারণা করা হচ্ছে, চিরকুটটি পিংকি তার স্বামীর উদ্দেশ্যে লিখে গেছেন।

নিহত পিংকি নীলফামারী জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের ছায়াপাড়া গ্রামের সাজেদুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার বসতপাড়া গ্রামের আউয়াল হোসেনের মেয়ে।

পিংকির শ্বশুরবাড়ির লোকজন জানায়, ঘটনার দিন সে সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিক ভাবেই সংসারের কাজকর্ম করেন। তার স্বামী কাজের জন্য বাড়ি হতে বেরিয়ে যায়। এরপর পিংকি অন্যান্য দিনের মত নিজ ঘরের দরজা বন্ধ করে পুনরায় ঘুমাতে যায়।

তারা আরও জানান, দুপুর ১টা বেজে গেলেও পিংকির কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করে। তারপরও সাড়া শব্দ না পেয়ে তারা ঘরের জানালার কপাট সরিয়ে দেখতে পায় ঘরের ভেতর পিংকির লাশ ঝুলছে।

এ সময় পরিবারের লোকদের আত্মচিৎকারে গ্রামবাসী ছুটে এসে পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে ডোমার থানা পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে গলায় ওড়না পেঁচানো পিংকির ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় ওই চিরকুটটি পুলিশ জব্দ করে। 

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, চিরকুটটির লেখা অনুযায়ী মনে হচ্ছে স্বামীর সঙ্গে মান অভিমানে পিংকি আক্তার আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে জেলার মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।  

 

 

Bootstrap Image Preview