Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক হৃদয়ের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে করা মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ১২:৪০ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ১২:৪০ PM

bdmorning Image Preview


সাংবাদিক হৃদয় দেবনাথের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। তিনি দৈনিক সময়ের আলো, অনলাইন নিউজ পোর্টাল বিডিমর্নিং এবং গাজী টেলিভিশন এর মৌলভীবাজার প্রতিনিধি।

মঙ্গলবার (১৮জুন) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আ স শামস জগলুল হোসেন পিটিশন মামলাটি খারিজ করে দিয়েছেন। ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক সময়ের আলোতে প্রকাশিত ‘পেশায় তিনি দিনমজুর সম্পদ কোটি টাকার’ শিরোনামে সংবাদের জেরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মেঘনা ডিপোর ডে-লেবার মাসুদ আহম্মেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে।

তিনি বলেন, গত রোববার সাতজনের বিরুদ্ধে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল মেঘনা ডিপোর ডে-লেবার মাসুদ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪, ২৫, ২৯ ও ৩১ ধারায় একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।

মামলার অপর আসামিরা হলেন- দৈনিক সময়ের আলোর সম্পাদক রফিকুল ইসলাম রতন, মফস্বল সম্পাদক শামীম আহমেদ, জাগো নিউজের সম্পাদক মহিউদ্দিন সরকার, জাগোর মৌলভীবাজার প্রতিনিধি রিপন দে, সিলেট টুডেটুয়েন্টিফোর ডটকমের সম্পাদক আব্দু্ল আলিম শাহ ও শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাস শুভ।

গত ১০ জুন দৈনিক সময়ের আলোর অনলাইন পোর্টাল এবং ১১ জুন প্রিন্ট সংস্করনে ‘পেশায় তিনি শ্রমিক সম্পদ কোটি টাকার’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। যা পরবর্তীতে বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়ে ছড়িয়ে পরে।

এ প্রসঙ্গে দৈনিক সময়ের আলো এবং গাজী টেলিভিশন এর মৌলভীবাজার প্রতিনিধি হৃদয় দেবনাথ বলেন, দীর্ঘদিন অনুসন্ধান শেষে শতভাগ তথ্য উপাত্তের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করেছি। সংবাদ প্রকাশের জেরে এ পর্যন্ত অনেক মামলা খেয়েছি তবু আমার কলম কোনোভাবেই প্রভাবিত হয়নি।

তিনি বলেন, মামলা খারিজের মাধ্যমে প্রমাণিত হলো যে, আমি সব সময় সত্যের সঙ্গে এবং শতবাগ সত্য সংবাদ প্রকাশ করি।

Bootstrap Image Preview