Bootstrap Image Preview
ঢাকা, ০৮ শনিবার, আগষ্ট ২০২০ | ২৪ শ্রাবণ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ১০:১৭ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ১০:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নওগাঁর রাণীনগরে বিএনপি’র সমাবেশ চলাকালে তাদের নিজেদেরই দুই পক্ষের মধ্যে হাতা-হাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমন্বয় সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীনগর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সমন্বয় সমাবেশের আহ্বান করা হয়। সোমবার বিকেল চারটা নাগাদ অনুষ্ঠিত সমাবেশে নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রধান মাস্টার হাফিজুর রহমান হাফিজ চলমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে উন্মুক্ত আলোচনা করার আহ্বান জানান।

এ সময় প্রথমে যুবদল নেতা মাহমুদুর রহমান মধু বক্তব্য দেবার পর গোনা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুইট বক্তব্য দেওয়ার পর একই মঞ্চে দাঁড়িয়ে থাকা দু’জন নেতা তাকে মারপিট শুরু করে। এ সময় উপস্থিত নেতা কর্মিরাও ক্ষিপ্ত হয়ে মঞ্চে ছুটে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায় জেলা ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করেন।

এ সময় কর্মীসমাবেশে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হাফিজার রহমান হাফিজ, যুগ্ম আহ্বায়ক আলহাজ নাসির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ.জেড.এম. রফিকুল আলম রফিক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁর মান্দা-৪ আসনের সাবেক এমপি ছামছুল আলম প্রামানিক, নওগাঁ-১ আসনের সাবেক এমপি ডা: সালেক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, নওগাঁ জেলা বিএনপি নেতা আমিনুল হক বেলাল, এচাহক আলী, রাণীনগর থানা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক জাকির হোসেনসহ জেলা এবং উপজেলা বিএনপি ও সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপি’র আহ্বায়ক মাস্টার হাফিজার রহমান বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝা-বোঝির কারণে একটু ঝামেলা হয়েছিল। কিন্তু সেটা ঠিক হয়ে গেছে।

Bootstrap Image Preview