Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্ত্রীদের বাড়তি কথা না বলার পরামর্শ প্রধানমন্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৬:৫১ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বাড়তি নয়, দরকারি কথা বলতে হবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় বাজেট আলোচনায় মন্ত্রীদের বাড়তি কথা না বলার পরামর্শ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, বর্তমান সংসদ অবৈধ হলে বিএনপিও অবৈধ। আর বিএনপি যদি সংসদকে অবৈধই মনে করে, তাহলে তারা সংসদে কেন এলো?

মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়া কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানিয়েছেন, বর্তমান মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই নতুন। মন্ত্রী হিসেবে বাজেট আলোচনায় অংশগ্রহণের অভিজ্ঞতাও নেই অনেকের। এ কারণে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বাজেটের ওপর আলোচনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, কেউ কেউ বাজেটের আলোচনায় কথা বলতে গিয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলেন। ফলে বাজেট বক্তব্য ঠিকমতো হয় না। বাজেট নিয়ে সংসদে যুক্তিনির্ভর কথা বলতে হবে। বাজেটের মধ্যে আলোচনা সীমিত রাখতে হবে। সেইসঙ্গে রাজনৈতিক বিষয়ও আলোচনায় থাকতে হবে। তবে কিছুতেই অযাচিত কথা বলা যাবে না। প্রয়োজনের বাইরে কোনো কথা বলার প্রয়োজনও নেই।

Bootstrap Image Preview