Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদে হামলার ভিডিও শেয়ার করায় ২১ মাসের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৩:২৯ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গত ১৫ মার্চ জুম্মার নামাজ আদায়কালে মুসল্লিদের ওপর বর্বরোচিত হামলা চালায় ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলিয়ান নাগরিক। সেই ভিডিও শেয়ার করার দায়ে আদালত এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, ঘটনার পরের দিন ফিলিপস আর্পস (৪৪) নামে এক ব্যক্তি বর্বরোচিত হত্যাকাণ্ডের ভিডিওটি এডিট করেন এবং ৩১ জনের কাছে ভিডিওটি পাঠান।

নতুন ভিডিওতে তিনি ভিডিও গেমের মতো করে বন্দুকের লক্ষ্য ও মৃতের সংখ্যা যোগ করেন। ভয়ঙ্কর ভিডিওটিকে ‘অসাধারণ’ বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার জেলা জজ আর্পসের বিরুদ্ধে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। তার বিরুদ্ধে প্রথম অভিযোগ, তিনি ভিডিওটি নিহতের সংখ্যা যুক্ত করে এডিট করতে চেয়েছিলেন এবং ভিডিওটি শেয়ারের সময় এটিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন।

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন, আহত হন ৪০ জন।

বিবিসি জানায়, ফিলিপস আর্পস নামে ওই ব্যবসায়ী হামলার শিকার আল নূর মসজিদে ২০১৬ সালে শুকরের মাথা ফেলে গিয়েছিলেন বলে অভিযোগ আছে।

১৫ মার্চের হামলাটি শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড। এ ঘটনায় হত্যাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে ৯২টি অভিযোগে বিচার চলছে। গেল সপ্তাহে এক শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন এ অস্ট্রেলিয়ান। আগামী বছরের ৪ মে এ হত্যাযজ্ঞের বিচারের দিন ধার্য করেছেন বিচারক। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৬ আগস্ট।

Bootstrap Image Preview